কোডিং ছাড়া কিভাবে অ্যাপস তৈরি করবেন

কোডিং ছাড়া কিভাবে অ্যাপস তৈরি করবেন - How to build apps without coding


কোডিং ছাড়া কিভাবে অ্যাপস তৈরি করবেন


আসসালামু আলাইকুম, আমাদের এপসটি ডাউনলোড করে ইনস্টল করার পর প্রথমে এপসটিকে ওপেন করবেন। আর যদি এখনো ডাউনলোড না করে থাকেন তাহলে এখনই ডাউনলোড লিখাতে ক্লিক করে আমাদের এপসটি ডাউনলোড করে নিন। স্টেপ বাই স্টেপ দেখে নিন কিভাব এপস তৈরি করবেন।


কোডিং ছাড়া কিভাবে অ্যাপস তৈরি করবেন

স্টেপ - ১ 

ওপেন করার পর আপনার সামনে উপরে থাকা ছবির মতো স্কিন আসবে। স্কিনের উপরে বাম কোনায় দুটি মেনো বার দেখতে পাবেন। একটি এপস মেনো বাটন এবং অপরটি ওয়েবসাইট মেনো বাটন। প্রথমে আপনি এপস মেনো বাটনে ক্লিক করুন। 


স্টেপ - ২ 

এবার মেনো অপশন থেকে App Creator Without Coding লেখাটিতে ক্লিক করুন।


স্টেপ - ৩ 

এবার আপনি Sign-up লেখাতে ক্লিক করুন অথবা একটু স্ক্রুল করে নিচের দিকে চলে আসুন। এই প্রতিষ্ঠানে যদি আপনার কোনো একাউন্ট না থাকে। 


স্টেপ - ৪ 

এবার আপনি Sign-up ফ্রমটি পূরণ করুন। যেমন-

Name: আপনার নাম লিখুন

Country: আপনার দেশ সিলেক্ট করুন

Email: আপনার ইমেইল প্রদান করুন

Password: একটি স্ট্রং পাসওয়ার্ড লিখুন।

এবার নিচে থাকা ঘরে টিক চিন্হ দিয়ে Send লিখাতে ক্লিক করুন। 


স্টেপ - ৫ 

এবার আপনার ইমেইলে একটি কনফার্মেশন লিংক আসবে আপনাকে সেই লিংকে ক্লিক করে আপনার ইমেইলটিকে কনফ্রাম করতে হবে। 


স্টেপ - ৬ 

কনফার্মেশন কমপ্লিট হলে আপনি পূনরায় হোমে আসুন এবং আপনার Email & Password দিয়ে লগইন করুন। 


স্টেপ - ৭ 

লগইন হবার পর আপনার সামনে উপরে ছবির মতো একটি পেইজ ওপেন হবে। এবার Create App লিখাটিতে ক্লিক করুন।


স্টেপ - ৮ 

এবার আপনাকে এপস এর সাধারণ ইনফরমেশন ফ্রমটিকে পূরণ করতে হবে। যেমন

App Name: আপনার এপস এর নাম দিন (সর্বোচ্চ ১৫ অক্ষরের)।


App Icon (Launcher): 

Option 1: যদি এপস এর আইকন আপনার কাছে থাকে তাহলে আপনি এটি ব্যবহার করে গ্যালারি থেকে সেই আইকনটিকে আপলোড করতে পারেন। (পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন)

Option 2: আপনার কাছে যদি কোনো আইকন না থাকে তাহলে আপনি এটি ব্যবহার করে ফ্রিতে আইকন বসাতে পারেন (পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন


Primary Language: আপনার এপের ভাষা নির্বাচন করুন। (ইংরেজি রাখা ভালো


App Description: আপনার এপস কি রিলেটেড সেই বিষয়ে একটি ডেসক্রিপশন তৈরি করুন। (পরবর্তীতে পরিবর্তন করতে পারবেন) এবার Next বাটনে ক্লিক করুন।


স্টেপ - ৯ 

আপনার অ্যাপের জন্য একটি রঙের স্কিম নির্বাচন করুন। পরবর্তীতে আপনি বিস্তারিতভাবে ডিজাইন পরিবর্তন করতে পারবেন। পছন্দের ডিজাইন সিলেক্ট করে Next ক্লিক করুন। 


স্টেপ - ১০ 

আপনি যে ধরনের অ্যাপ তৈরি করতে চান তা নির্বাচন করুন।একটার কাজ একেক রকম তায় এই কাজটা আমরা পরিবর্তে করব এখন উপরে Apps লিখাতে ক্লিক করুন।


স্টেপ - ১১

হয়ে গেছে আপনার এপস তৈরি এবার আপনাকে এপস এর ডিজাইন সম্পন্ন করতে হবে।


ডিজাইন

এই বিষয়ে আরো ব্লগ রয়েছে চাইলে সেগুলো দেখে নিতে পারেন। সেগুলো দেখতে আমাদের এপস এর হোম পেইজের উপরে বামে এপস এর মেনো বাটন ক্লিক করে App Creator Tutorials মেনোতে ক্লিক করে দেখে নিন।

Abu Naeem

হায়, আমি আবু নাঈম! আমি জ্ঞান সম্পর্কে জানতে এবং জানাতে ভালবাসি। facebook

Post a Comment

Previous Post Next Post

Cookies Consent

This website uses cookies to offer you a better Browsing Experience. By using our website, You agree to the use of Cookies

Learn More